কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক এসআইসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ী রমজান আলী (৩০) কে ১ হাজার ইয়াবা, দেশী তৈরি একটি এলজি বন্দুক, ২ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া (৩৫), কনস্টেবল নিহির চন্দ্র (৪০), হাবিবুর রহমান (৩৮) এবং ইয়াবা ব্যবসায়ী রমজান আলী (৩০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ী রমজান আলী (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবদুল জব্বারের পুত্র।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, মধ্যরাতে ইয়াবা বেচাকেনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে। একপযার্য়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল এবং এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।
ওসি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ আহত অবস্থায় ইয়াবা ব্যবসায়ী রমজান আলীকে আটক করা হয়। রমজান আলী একজন তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক আইন কয়েকটি মামলাও রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে মামলা দায়ের করা হবে।
(টিটি/এএস/এপ্রিল ১০,২০১৪)