রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” আউস  প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যেগে বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গনে প্রাথমিক পর্যায়ে ৫০ জন কৃষককে ৫কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তার শিল্পী রানী রায়, সহকারি কমিশনার (ভূমি) উন্মে হানী, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাজেদা বেগম, কৃষি কর্মকর্তা জহির আহাম্মেদ, সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

পর্যায়ক্রমে আরো ৫৫০জন কৃষককে প্রণোদনা উপকরণ বিতরণ, ৪শ টাকা করে কৃষকদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

(পিকেআর/এএস/মার্চ ২৯, ২০১৭)