আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আমেরিকার স্বার্থ হুমকির মুখে পড়েছে এবং সৌদি জোটের পক্ষ নিয়ে দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসনে অংশ নেয়ার কথা ভাবছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন কংগ্রেসকে এ কথা বলেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল জোসেপ ভোটেল।

গত দু’বছর ধরে নির্বিচারে হামলা করেও ইয়েমেনের বাহিনীর সঙ্গে যখন ব্যাপক শক্তিধর সৌদি জোট মোটেও সুবিধা করতে পারছে না তখন এ বক্তব্য দেয়া হলো।

হাউস আর্মড সার্ভিস কমিটিতে গতকাল তিনি বলেন, মার্কিন বিরোধীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠুক ইয়েমেন পেন্টাগন তা চায় না। কিন্তু দেশটিতে মার্কিন গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়েছে। আর এতে ইয়েমেন যুদ্ধে সৌদি জোটের পক্ষ নিয়ে গভীর ভাবে অংশ নেয়ার কথা বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী।

এদিকে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সামরিক সহযোগিতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউজের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এ ছাড়া লোহিত সাগরের একটি বন্দর দখলে আমিরাতের বাহিনীকে পূরোপুরি সহায়তা দেয়ার পরিকল্পনা আমেরিকা করছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৭)