আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে এক শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বুধবার রাতে দক্ষিণ বাগদাদের একটি চেকপয়েন্টে ট্রাক-বোঝাই বিস্ফোরক নিয়ে এক ব্যক্তি হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

বাগদাদ পুলিশ জানিয়েছে, চেকপয়েন্ট পার হওয়ার সময় ট্রাকের চালক বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় চেকপয়েন্টে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি; তবে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ সাধারণত এ ধরনের হামলা চালায়। এই জঙ্গি গোষ্ঠী বর্তমানে ইরাকে তাদের সর্বশেষ বড় ঘাঁটি মসুল শহর রক্ষার জন্য লড়া্ই করছে।

ইরাকের সেনাবাহিনী ওই শহরের প্রধান মসজিদের কাছাকাছি পৌঁছে গেছে। ২০১৪ সালে এই মসজিদ থেকে কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন দায়েশ প্রধান আবুবকর আল-বাগদাদি।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৭)