স্টাফ রিপোর্টার : মিয়ানমারের থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় দুই মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান সরকার। গত ২৮ মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের জাপান দূতাবাস।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউনিসেফ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) মাধ্যমে আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং সুরক্ষার লক্ষ্যে এই মানবিক অর্থ সাহায্য দেয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গাদের ওপর এর দায় চাপিয়ে রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু করে মিয়ানমার।

কিন্তু অভিযানের নামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। এমন অবস্থায় দেশ ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। গত কয়েক দশকে এ সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৭)