লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে চায়ের দোকানের অগ্নিকান্ডের ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে লাকসাম পৌরসভার উত্তর লাকসাম এলাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এলাকায়। নিহত গনেশ চন্দ্র মজুমদার (২৬) স্থানীয় কোমারডোগা গ্রামের পল্লী চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র মজুমদারের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে লাকসাম মহাশ্মশানে মৃতের শেষকৃর্ত্য সম্পন্ন করা হয়েছে। অগ্নিকান্ডে ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাতে চায়ের দোকানের বিক্রি শেষে অন্য দিনের মতো গনেশ চন্দ্র মজুমদার ঘুমিয়ে পড়ে। গভীর রাতে পার্শ্ববর্তী লোকজন অগ্নিকান্ডের ঘটনা দেখে দমকল বাহিনীকে সংবাদ দেয়। দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই ওই দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা গনেশ ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই দোকানের ভিতরে থাকা টিভি, ফ্রিজসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এস আই স্বপন কুমার দাস ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

(সিএস/এএস/মার্চ ৩০, ২০১৭)