গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া পূর্ব শক্রতাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ও মঙ্গলবার বিকালে উপজেলার আশুতিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইউসুফ শেখের সঙ্গে একই গ্রামের কামাল মোল্যার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত বুধবার বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আবারো দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধরে চলা এ সংঘর্ষে আরো অন্তত ২০জন আহত হয়। পরে পুলিশ গিয়ে সংঘর্ষে থামাতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় সংঘর্ষস্থল থেকে ৫জনকে আটক করে পুলিশ।
সংঘর্ষে মারাত্মক আহত কালু মোল্যা (১৭), অদুত মোল্যা (৬০), লুৎফার মোল্যা (৬৫), এমাম মোল্যা (৩৫), বেল্লাল সরদার (৫০) ও ইস্রাফিল শেখকে (৩৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লাইস মোল্যকে (৩৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, সংঘর্ষ থামাতে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিত এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এমএইচএম/এএস/এপ্রিল ১০, ২০১৪)