আন্তর্জাতিক ডেস্ক : ইরান বলেছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে থেকে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নির্মূলের জন্য ইস্পাত দৃঢ় অঙ্গীকার এবং সামষ্টিক সহযোগিতার প্রয়োজন। পাকিস্তানে একটি মসজিদের কাছে বোমা হামলার কঠোর নিন্দা জানিয়ে এ কথা বলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের প্রতি আর্থিক ও নৈতিক সমর্থন বন্ধে ইস্পাত দৃঢ় অঙ্গীকারের মাধ্যমেই কেবলমাত্র আঞ্চলিক এবং বিশ্বের সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব।

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য সব দেশের সামগ্রিক এবং আন্তরিক তৎপরতা চালানোর প্রয়োজন রয়েছে।

পাশাপাশি তিনি বলেন, যতদিন কিছু ব্যক্তি তাদের অশুভ লক্ষ্য অর্জনে যুক্তি এবং সংলাপের পরিবর্তে উৎপীড়ন এবং হত্যাকে বেছে নেবে এবং এ অঞ্চলের কিছু কিছু দেশ নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিস্তারের মধ্যে তাদের স্বার্থ দেখতে পাবে ততদিন এ ক্যান্সারযুক্ত টিউমার নির্মূলের কোনো আশা নেই।

অবশ্য সন্ত্রাস এবং সহিংসতা যারা বিস্তার করছে তারা এর চড়ামূল্য দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবার এবং সরকারের প্রতি গভীর শোক ও সহানুভূতিও ব্যক্ত করেন তিনি।

(ওএস/এসপি/এপ্রিল ১, ২০১৭)