গাইবান্ধা প্রতিনিধি : জঙ্গি কার্যক্রম প্রতিরোধে গাইবান্ধায় ভাড়াটিয়াদের তথ্য যাচাই বাছাই শুরু করেছে জেলা পুলিশ। শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ শহরের একটি ছাত্রাবাসের ভাড়াটিয়াদের তথ্য যাচাই বাছাই শুরু করেন।

পুলিশ সুপার বলেন, জঙ্গিরা নানা কৌশলে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। জঙ্গিদের চিহ্নিত ও জঙ্গিবাদ প্রতিরোধে গাইবান্ধা জেলা শহর ছাড়াও প্রতিটি থানায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই কার্যক্রম চলমান থাকবে।

এসময় যেকোন মানুষের চলাফেরায় পরিবর্তন ঘটলে বা সন্দেহ হলে পুলিশকে খবর দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।


(এসআইআর/এসপি/এপ্রিল ১, ২০১৭)