শেরপুর প্রতিনিধি : তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় শেরপুরে সরকারি ই-সেবা সংক্রান্ত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’ মিলনায়তনে জেলা প্রশাসনের সহায়তায় জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জেলা ও উপজেলা ওয়েব পোর্টাল, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ফ্রন্ট ডেস্ক চালু, অনলাইনে পরীক্ষার রেজাল্ট, কলেজ-বশ্ববিদ্যালয়ের ভর্তি, পাসপোর্ট করা, চাকুরীসহ বিভিন্ন ফরম পূরণ সুবিধা এবং সরকারের বিভিন্ন ই-সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় ‘ই-তথ্যসেবা বিষয়ক জেলা ওয়েব পোর্টাল ও সরকারের বিভিন্ন বিভাগের ডিজিটাল সেবা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে করেন কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাওজুল করিম। সহকারী জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী। এসময় তিনি সর্বস্তরের মানুষ যাতে সরকারের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জানতে পারে এবং সেবা গ্রহণ করতে পারে সেজন্য মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানোর জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইল্কেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এইচবি/এএস/জুন ১৯, ২০১৪)