সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরাদুল হক।

এ সময় বিদ্যালয়ের ৫’শ ছাত্র ছাত্রীদের মাঝে কৃমি নাশক ঔষধ সেবন করা হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শফিক উল্লাহ, এসিল্যান্ড মোঃ সরোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহম্মেদ প্রমুখ। হাসপাতাল সুত্রে আরও জানাযায়, উপজেলায় এ বছর ৫০হাজার ৪৫৯জন কে কৃমি নাশক ঔষধ সেবন করানো হবে সেবা সপ্তাহের মধ্যে।

(এমএসএইচ/এসপি/এপ্রিল ১, ২০১৭)