আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘নির্লজ্জ ও নাশকতামূলক’ তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সবগুলো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি শনিবার ইরানের আল-বোর্জ প্রদেশ সফরে গিয়ে আরো বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সন্ত্রাসবাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে মার্কিন সেনাবাহিনী, পেন্টাগন ও সিআইএ। এরাই মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের শান্তি নষ্ট করছে।

লারিজানি বলেন, ইরানের সংসদ সদস্যরা শিগগিরই বিষয়টিবিস্তারিত পর্যালোচনা করে দেখবেন এবং এ ব্যাপারে ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নেবেন।

মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন লারিজানি।

এর আগে মার্কিন কংগ্রেসের বড় দুই দলের কিছু সিনেটর গত ২৩ মার্চ আইআরজিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে একটি বিল পেশ করেন। ইসলামি ইরান আইআরজিসি’র বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার ভিন্ন প্রসঙ্গে বলেন, আমেরিকা ইরানের সঙ্গে করা পরমাণু সমঝোতা মেনে না চললে পাল্ট ব্যবস্থা নেবে তেহরান। এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপের কথা তেহরান ভেবে রেখেছে বলেও জানান তিনি।


(ওএস/এসপি/এপ্রিল ২, ২০১৭)