আন্তর্জাতিক ডেস্ক : পকিস্তানের সারগোধায় একটি মাজারে ২০ জনকে হত্যা করেছেন ওই মাজারেরই এক খাদেম। তার হামলায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সারাগোধার ডেপুটি কমিশন লিয়াকত আলী জানিয়েছেন হামলাকারী খাদেমের নাম আব্দুল ওয়াহেদ। তিনি লাহোরের বাসিন্দা এবং সরকারি চাকুরে। ধারালো অস্ত্র ও মুগুর দিয়ে তিনি এ হামলা চালান।

ওই ঘটনায় আহত এক নারী পালিয়ে হাসপাতালে হলে পুলিশ ঘটনার কথা জানতে পারে। পরে বড় বহর নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

নিহতের মধ্যে তিন নারী রয়েছেন বলে জানিয়েছেন লিয়াকত আলী।

(ওএস/এসপি/এপ্রিল ২, ২০১৭)