ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে দেশের প্রাচীনতম বীজ কোম্পানী এ আর মালিক সীডস্ কোম্পানীর পক্ষ হতে মাঠ দিবস ও বীজের নতুন শো রুম উদ্বোধন করা হয়েছে।

রবিবার ঈশ্বরদীর দাশুড়িয়ায় মাঠ দিবস ও গাফফার প্লাজা মার্কেটে আনুষ্ঠানিক ভাবে শো-রুমের উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা সাব রেজিষ্ট্রার মোঃ ইব্রাহীম আলী, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম কেনেডী মালিথা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আঃ গাফফার মালিথা, কৃষি সম্প্রসারণ ওবায়দুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আঃ রশিদ, মিজানুর রহমান, কোম্পানীর বিভাগীয় ইনচার্জ কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, কর্মকর্তা আবিদুর রহমান, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম ও ইয়াসিন কবীর প্রমুখ।

অনুষ্ঠানে ওই অঞ্চলের প্রায় ৩ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দাশুড়িয়া শো-রুমের ইনচার্জ তরিকুল ইসলাম। জানা গেছে, পাবনা জেলায় এটিই প্রথম শো-রুম। কৃষকরা জানান, এই সীডের গুনগত মান অন্যান্য সীডের তুলনায় অনেক ভাল।

(এসকেকে/এএস/এপ্রিল ০২, ২০১৭)