রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গাঁজা সেবন করে মাতলামি করে বসতঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ দুইজন আহত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (২ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার সোনাপুরের বাসাবাড়ি এলাকায়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বাসাবাড়ি এলাকার আমির হোসেন সাম্প্রতিকালে মাদকসেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টি করে আসছে। মাদকদ্রব্যসহ তিনি একাধিকবার পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল। জামিনে বেরিয়ে তিনি আবারও মাদক ব্যবসা ও মাদক সেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টি করে। রবিবার রাত ৮টার দিকে আমির গাঁজা সেবন করে একই বাড়ির ওমান প্রবাস ফেরত আলমগীর হোসেনের বসতঘরের পাশে গিয়ে মাতলামি করে।

একপর্যায়ে আমির গালমন্দ করতে থাকলে আলমগীরের স্ত্রী নাছিমা আক্তার ঘরের ভিতর থেকে তাকে নিষেধ করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা ভেঙ্গে নাছিমাকে মারধর করে। একপর্যায়ে আমিরের পরিবারের সদস্যরাও মারধরে যোগ হয়। এসময় টাকাসহ কিছু মালামাল লুটে নিয়ে যায় বলে অভিযোগ আলমগীরের। এঘটনার পর রাত ৯টার দিকে আলমগীরের লোকজন ক্ষুব্দ হয়ে আমিরের বসতঘরে হামলা-ভাংচুর চালায়।

আহতরা হলেন, গৃহবধু নাসিমা আক্তার ও আমির হোসেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আলমগীর হোসেন বলেন, আমির নেশা করে আমার ঘরে হামলা চালিয়ে স্ত্রীকে মারধর করেছে। তিনি প্রায়ই এলাকায় নেশাগ্রস্থ হয়ে উপদ্রব সৃষ্টি করে। তার মাতলামিতে এলাকার লোকজন অতিষ্ট। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ করেছি। তার ঘরে হামলার বিষয়টি আমি অবগত নয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে আমির হোসেনকে পাওয়া যায়নি। তকে তার স্ত্রী কুলছুমা বেগম দাবি করেন, আলমগীরের স্বজনরা পরিকল্পিতিভাবে তাদের বসতঘর ভাংচুর করেছে। এসময় তার স্বামীকে মারধর করে জখম করা হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

জানতে চাইলে রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। তাদেরকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(পিকেআর/এএস/এপ্রিল ০৩, ২০১৭)