বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটে জেলা পরিষদের উদ্যোগে এককালিন পাচঁ হাজার টাকা করে দু’শত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ১০ লাখ টাকা ভাতা প্রদান করা হয়েছে। সোমবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিমে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সচেতনতা অনুষ্ঠানে এই ভাতা প্রদান করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন তালুকদার, শরিফা বেগম, আফরোজা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধার ৩৩ ভাগ ভাতা বাড়িয়েছে। যাতে তাদের পরিবার সকলে সাচ্ছন্দে জীবনযাপন করতে পারে। একারনে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

আয়োজকরা জানান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সচেতনতার লক্ষে জেলার নয়টি উপজেলার দু’শত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের এককালিন ৫’হাজার করে ১০ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

(একে/এএস/এপ্রিল ০৩, ২০১৭)