শাহ আলী খান পিন্টু, বন্দর, নারায়ণগঞ্জ : আজ মঙ্গলবার যথা‌যোগ্য মর্যাদায়  বন্দর গণহত্যা দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।  ১৯৭১ সা‌লের এই দি‌নে পাক হানাদার বা‌হিনী বন্দর সিরাজউ‌দ্দৌলা মা‌ঠে ৫৪ জন বাঙালী‌কে ব্রাশ ফায়ার করে ও আগু‌নে পু‌ড়ি‌য়ে হত্যা ক‌রে। সেই থে‌কে বন্দরবাসী শ্রদ্ধার সা‌থে বন্দর গণহত্যা দিবস পালন ক‌রে আস‌ছে।

সিরাজউ‌দ্দৌলা মাঠের বধ্যভূ‌মি স্মৃ‌তিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ক‌রেন একাত্ত‌রের ঘাতক দালাল নিমূল ক‌মি‌টি, ‌মেয়র, নারায়ণগঞ্জ সি‌টি কর্পোরেশনের প‌ক্ষে কাউ‌ন্সিলর সুলতান আহ‌মেদ, বন্দর গণহত্যা দিবস উদযাপন ক‌মি‌টি, শহীদ প‌রিবার, বন্দর আদর্শ কিন্ডারগা‌র্টেন, বন্দর থানা কিন্ডারগা‌র্টেন এ‌সো‌সি‌য়েশন, শুভ সকাল সংঘসহ বেশ কয়েকটি সামা‌জিক সংগঠন।

এবার বন্দর গণহত্যা দিবস উপলক্ষে একাত্ত‌রের ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টি বন্দর থানা শাখা ব্য‌তিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ ক‌রে‌ । তারা শহীদ ৫৪ জ‌নের স্মর‌ণে বেলা ১১টায় সমর ক্ষেত্র ৭১ প্রাঙ্গ‌ণে ৫৪ টি ফলজ বৃক্ষ ‌রোপন করে‌ছে।

জেলা শাখার সভাপ‌তি বাবু চন্দন শীল ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ঘোষণা দি‌য়ে‌ছেন সারা দে‌শে ৩০ লক্ষ বৃক্ষ রোপন করা হ‌বে। মহান মু‌ক্তিযু‌দ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হ‌য়ে‌ছেন। শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধা জানা‌তে একাত্ত‌রের ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টি আজ বৃক্ষ রোপন কর্মসূ‌চি শুরু ক‌রে‌ছে, যা চলমান থাক‌বে। বন্দ‌রের বি‌ভিন্ন স্থানে শহীদ‌দের স্মর‌ণে বৃক্ষ রোপন করা হ‌বে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন হ‌লে এক‌দি‌নে সবুজ প‌রি‌বেশ ও শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধা প্রজন্ম থে‌কে প্রজন্মে ব‌য়ে বেড়া‌বে। এসময় উপ‌স্থিত ছি‌লেন এড. শাহ আলী পিন্টু খান, ক‌বির হো‌সের, আলী হো‌সেন, হোস‌নে আরা, সামসুল আলম, সাহাবু‌দ্দিন, দে‌লোয়ার, মু‌জিবুর, নবী আউয়াল, ইয়াকুব হো‌সেন প্রদীপ, অধ্যক্ষ আ‌নোয়ার হো‌সেন প্রমুখ।

অপর দি‌কে বন্দর গণহত্যা দিবস উদযাপন ক‌মি‌টি কাঙ্গালী ভোজ ও বি‌শেষ দোয়ার আ‌য়োজন ক‌রে‌ছে।

(এসএকেপি/এএস/এপ্রিল ০৪, ২০১৭)