রাজশাহী প্রতিনিধি : বরখাস্ত হওয়ার তিনদিন পর আবারো মেয়রের দায়িত্ব বুঝে নিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাসিক-এর সচিব খন্দকার মাহবুবুর রহমান তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এর আগে রবিবার বেলা সোয়া ৩টার দিকে রাসিক কার্যালয়ে গিয়ে দায়িত্বভার নেন বুলবুল। কিন্তু দায়িত্ব নেওয়ার ১০ মিনিটের মধ্যেই সিটি করপোরেশনে নিজের কক্ষে বসতে না বসতেই ফ্যাক্সযোগে তার বরখাস্তের আদেশ আসে।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১, রাজশাহীর মামলা নং- ১৩৬/১৫ (বোয়ালিয়া থানার মামলা নং-১৭, ৮ ফেব্রুয়ারি-২০১৫) অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ১২ এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এরপর মঙ্গলবার সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বুলবুল। রিট আবেদনের শুনানি শেষে বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৭)