বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরনখোলায় ভারত-বাংলাদেশ নৌপ্রটোকল ভূক্ত পানগুছি নদীর মোড়েলগঞ্জ পয়েন্টে সেতুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শরনখোলা উপজেলা মুক্তযোদ্ধা প্রজন্ম কমান্ডের আয়োজনে বুধবার দুপুরে এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়।

শরনখোলা উপজেলার সদর রায়েন্দা বাজার শেরে বাংলা রোডে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জিয়াউল হাসান তেনজিন, জেলা যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, সাংবাদিক নজরুল ইসলাম আকন প্রমুখ।

বক্তারা বলেন, ভারত-বাংলাদেশ নৌপ্রটোকল ভূক্ত পানগুছি নদী দিয়ে প্রতিদিন দেশী-বিদেশী জাহাজসহ শতশত নৌযান চলাচল করে। উপজেলা সদরের খেয়াঘাট দিয়ে ট্রলার যোগে প্রতিদিন হাজার-হাজার ছাত্রছাত্রীসহ সাধারন মানুষ পানগুছি নদী পারাপার হয়। এই অবস্থায় গত ২৮ মার্চ পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১৯ নিহত হয়। প্রতি বছর এই নদীতে খেয়া পারাপার হতে গিয়ে অনেকের মৃত্যু হয়। আর যাতে মৃত্যুর ঘটনা আর না ঘটে সেজন্য সেতু নির্মানের দাবী জানান বক্তারা।

(একে/এএস/এপ্রিল ০৫, ২০১৭)