নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করল রফিকুন-নবী ফাউন্ডেশন। বৃহস্পতিবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

রফিকুন-নবী ফাউন্ডেশন এর পরিচালক মোঃ খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রফিকুন-নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রাম সভাপতি ও চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (চইও) অফিসার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নোবিপ্রবির প্রক্টর মোঃ মুশফিকুর রহমান, এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট এনামুল হক, ৩ নং চরক্লার্ক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার,

বক্তারা শিক্ষর্থীদের উদ্দ্যেশে বলেন বর্তমানে জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে সর্বক্ষেত্রে এর প্রতিবাদ গড়ে তুলতে হবে, বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়তে পারলে তবেই দেশের উন্নয়ন হবে। পরে অতিথিরা বিভিন্ন স্কুলেরা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করে।

(আইইউএস/এসপি/এপ্রিল ৬, ২০১৭)