গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে আষ্টমী মেলার নামে চলছে জমজমাট জুয়া খেলা। এ ঘটনায় গ্রেফতারকৃত ২ জুয়াড়িকে গ্রেফতার পূর্বক আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী তিথিকে কেন্দ্র করে উপজেলার শোভাগঞ্জ, কছিম বাজার, সীচা, ধুবনী, চৈতন্য বাজার, বালারছিড়া, খংগুয়া, শিপতলাসহ ১১টি গণসংযোগ স্থলে এক শ্রেণীর সংঘবদ্ধ চক্র মেলার নামে জমজমাট জুয়া খেলা চালাচ্ছে। পর্যায়ক্রমে এসব গণসংযোগ স্থলে আগামী শুক্রবার পর্যন্ত মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলার প্রথম দিন জুয়া খেলার সরঞ্জামাদীসহ ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শাহ্ আলম (৪৫) ও ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের আজিজল হকের পুত্র সাদ্দাম হোসেন (২৫) কে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক জুয়াড়িদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

(এসআইআর/এসপি/এপ্রিল ৬, ২০১৭)