স্টাফ রিপোর্টার : তিস্তা ছাড়া অন্য কোনো চুক্তি বা সমঝোতা স্মারক জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সদ্য কারামুক্ত বিএনপরি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে জিয়ার মাজারে ফুল দিতে যান তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা তিস্তা। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, বাণিজ্যিক ঘাটতিসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট আরো অনেক সমস্যাই আছে। সেসব সমস্যা সমাধান না হয়ে শুধু মাত্র সামরিক চুক্তি বা সমঝোতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৭)