স্টাফ রিপোর্টার, ভোলা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের দল, মত ও আদর্শ ভিন্ন হলেও বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে এক হয়ে কাজ করতে হবে। এতে দেশ দ্রুত এগিয়ে যাবে।

শুক্রবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে আলাদা জোট করে নিজেদের দলকে আরও শক্তিশালী করা হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকেও একটি শক্তিশালী দলে পরিণত করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন, সৈয়দ আবু হোসেন বাবলা ও মশিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সুনিল শুভ রায়, নুরুল ইসলাম ওমর, আমির হোসেন ভুইয়া, রেজাউল ইসলাম ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কেফায়েল উল্ল্যাহ নজিব।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৭)