বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ও চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, জঙ্গিবাদ ইসলামকে কলংকিত করেছে। টুপি, দাড়ি, লম্বাজামা গায় দিলেই সে হুজুর বা ইসলামী চিন্তাবিদ হয় না। চোররাও কিন্তু এই ধরনের লিবাস ধরতে পারবে। তাই টুপি, দাড়ি, লম্বাজামা গায় দেখলেই তাকে হুজুর বলা যাবে না। নবীর আদর্শের বাইরে, আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা না মেনে কেহ কোন আদর্শ ও ব্যাক্তি পুজারি কোন মুসলমান করতে পারে না। এসব করলে সে মুসলমান নয়। শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসা মাঠে ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলনে চরমোনাই পীর একথা বলেন।

ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মো. রুহুল আমিনের সভাপত্বি সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান তালুকদার, বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অজিয়ার রহমান পিকলু, এ্যাড. সলিমুল্লাহ সেলিম, এ্যাড. আনিছুর রহমান প্রমুখ।

(একে/এএস/এপ্রিল ০৭, ২০১৭)