নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রত্যন্ত এলাকায় পালিত হলো স্বাস্থ্য মেলা।

‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান‘ শ্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলার সল্ল্যা ইউনিয়নের সূর্যের হাসি ক্লিনিক ও স্বনির্ভর বাংলাদেশ এ মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষ্যে সকালে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সল্ল্যা সমবায় উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ মেলায় ১৪টি স্টলে বিভিন্ন সেবা খাতে নিয়জিত ইউনিয়ন ও এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য প্রদানসহ প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

(এনইউ/এসপি/এপ্রিল ০৮, ২০১৭)