লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : শনিবার দুপুরে কুমিল্লার প্রথম শ্রেণীর লাকসাম পৌরসভার ৫টি ওয়ার্ডে দিনব্যাপী পৌর পরিষদ ও ইউজিআইআইপি-৩ এর অর্থায়নে প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দে ২৮টি প্রকল্পের কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী,পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পৌর সচিব আলাউদ্দিন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, পৌর প্রকৌশলী এ.টি.এম মহিউদ্দিন খন্দকার, লাকসাম প্রেসক্লাব সেক্রেটারী রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম রতন, সকল পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

(সিএস/এএস/এপ্রিল ০৮, ২০১৭)