লাইফস্টাইল ডেস্ক : প্রায় প্রত্যেক নারী কম বেশি মেকআপ করে থাকেন। অনেক সময় নিয়ে মেকআপ করার পরও সেটিং এর কারণে মেকআপ নষ্ট হয়ে যায়। বিশেষ করে গরম কালে এই সমস্যায় বেশি পড়তে হয়। কিন্তু যাদের ত্বক তৈলাক্ত তারা শীতকালেও এই সমস্যার সম্মুখীন হতে পারেন। মেকআপ ঠিক রাখার জন্য পার্লারে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করা হয়ে থাকে। বাজারে মেকআপ সেটিং স্প্রে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো কিছুটা দামী হওয়ায় সবাই কিনতে পারেন না।  তবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন মেকআপ সেটিং স্প্রে। তিনটি উপায়ে তৈরি করে নিতে পারেন মেকআপ সেটিং স্প্রে। উপায়টি তিনটি জেনে নেওয়া যাক।

গ্লিসারিন স্প্রে

এক অংশ গ্লিসারিন এবং তিন অংশ পানি একসাথে মিশিয়ে নিন। এটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। মেকআপ করার পর এটি দিয়ে হালকা করে স্প্রে করুন। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ব্যবহারের আগে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। গ্লিসারিনের ক্ষেত্রে ভেজিটেবল গ্লিসারিন ব্যবহার করা ভালো।

অ্যালোভেরা এবং ভিটামিন ই অয়েল

সেনসিটিভ ত্বকের জন্য অ্যালোভেরা জেল বেশ উপকারী। এক অংশ অ্যালোভেরা জেল এবং তিন অংশ পানি একসাথে মিশিয়ে নিন। এটি স্প্রের বোতলে ভরে রাখুন। এবার বোতলের খালি অংশ কুসুম গরম পানি এবং ভিটামিন ই অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল (সুগন্ধের জন্য) মেশান। ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিন। এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অতিরিক্ত শুষ্ক ত্বকের অধিকারী হলে আরগ্যান অয়েল ব্যবহার করতে পারেন।

গ্রিন টি

গ্রিন টি এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে সারাদিন মেকআপ ধরে রাখে। এক কাপ গ্রিন টিয়ের সাথে তিন-পাঁচ ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মেকআপের উপর ব্যবহার করুন। দেখবেন মেকআপ পারফেক্টলি বসে গেছে।

(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০১৭)