রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বেশিরভাগই অসাংবাদিক অংশ নিয়েছে। জেলার একনিষ্ঠ সাংবাদিকদের বাদ রেখে এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ বিরাজ করছে সাংবাদিকদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মশালা শুরু হয়েছে।

কর্মশালা সূত্রে জানা গেছে, পিআইবির উদ্যোগে এ কর্মশালার মূল আয়োজক রাজবাড়ী প্রেসক্লাব। এ ক্লাবের কতিপয় সাংবাদিক তাদের স্ত্রী, আত্মীয়দের নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করছে। যারা কখনই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলনা। এখনও নেই। যাদেরকে অচেনা পত্রিকা বা অনলাইন মিডিয়ার প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। অথচ বুনিয়াদি এ কর্মশালায় জেলার সক্রিয় ও একনিষ্ঠ কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য সংখ্যা ২০ জন হলেও কর্মশালায় অংশগ্রহণ করছে ৪০ জন।
এব্যাপারে এ কর্মশালার সমন্বয়কারী পারভীন সুলতানা বলেন, এটি সাংবাদিকদের কর্মশালা। সাংবাদিকরাই এখানে অংশ নিতে পারে। অসাংবাদিকরা এখানে অংশ নিচ্ছে এমনটি আমাদের জানা নেই। বিষয়টি আমরা দেখব।
(এসসি/এএস/এপ্রিল ১০, ২০১৪)