শেরপুর প্রতিনিধি : ইংরেজী ভীতি দূর করে ইংরেজীতে কথা বলার দক্ষতা বাড়াতে শেরপুরে এক ইংলিশ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইংরেজী ভাষা চর্চা প্রতিষ্ঠান ওয়েস্টার একাডেমী ৯ এপ্রিল রবিবার রাতে শহরের ‘রেড চিলিস’ নামের এক হোটেলে এ সেমিনারের আয়োজন করে। ‘ইমপ্রুভ ইউর স্পিকিং পাওয়ার’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারটি পরিচালনা করেন একাডেমীর প্রতিষ্ঠাতা কবি-লেখক সৈয়দ রাফিদুল আমিন দুখু।

সেমিনারে ওয়েস্টার একাডেমীর স্পোকেন ইংলিশ শিক্ষার্থীরা ইংরেজীতে টক শো ও আলোচনায় মিলিত হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মাঝে নাট্যকার-অভিনেতা মো. চাঁন মিয়া, সাংবাদিক শরিফুর রহমান, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

ওয়েস্টার একাডেমী নানা উদ্ভাবনী কর্মকান্ডের মধ্যদিয়ে স্থানীয়ভাবে শিক্ষার্থী ও পেশাজীবীদের ইংরেজী শিক্ষার মানোন্নয়নে গত এক দশক ধরে কাজ করে যাচ্ছে।


(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০১৭)