আন্তর্জাতিক ডেস্ক : কানাডা পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করেছে। ভ্যাঙ্কভার পর্বতে তুষার ধসের ঘটনায় নিখোঁজ হয়েছিলেন তারা। নিখোঁজ হয়ে যাওয়া আরো একজনকে খোঁজা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

শনিবার আরসিএমপি একটি বিপদ বার্তা পেয়েছিলো। লাইন্স বে অঞ্চলের উত্তর ভেঙ্কভারের ৩৩ কিলোমিটার দূরে পাহাড়ের ওপর থেকে এক আরোহী তুষার ধসের ওই বার্তা পাঠিয়েছিলো।

পাহাড়ের শিখরে আরোহীর পায়ের ছাপ রয়েছে। আরসিএমপি ওই এলাকায় কারো যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে।

উদ্ধারকারী দলের একজনের উদ্ধৃতি দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, পাহাড়ের চূড়ায় আরোহণের পর তা ধসে ৫শ মিটার নিচে পড়ে যান আরোহীরা।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৭)