রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড ও ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার বিকালে পৌর শহরে মধ্য বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পৌর সভার স্যানেটারি অফিসারের সহযোগিতায় অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ করার অপরাধে মেসার্স সিপু স্টোরের ২০ হাজার, এমআর তাইদের ৮ হাজার ও চিত্র শাহার ৮ হাজার টাকা করে মোট ৩৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পাশাপাশি ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় বলে জানিয়েছেন স্যানেটারি অফিসার নাইদুল ইসলাম। পরে পলিথিনগুলো ডাকাতিয়া নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

(এমআরএস/এএস/এপ্রিল ১০, ২০১৭)