নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে আতা ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মিলন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাঠুরী গ্রামের দিন মজুর নবীন মিয়ার ছেলে ও কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। সোমবার সকালে উপজেলার উপেন্দ্র নগরে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মিলন উপেন্দ্র নগরে জনৈক দূর্গা সাহার খালি বাড়িতে আতা ফল পাড়তে গাছে উঠে। এসময় শিশুটি পা পিছলে গাছ থেকে নিচে পড়ে য়ায়। স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(আরকেআর/এএস/এপ্রিল ১০, ২০১৭)