কক্সবাজার প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গ্রামীণ দরিদ্র নারীদের একমাত্র ভরসা। দেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও কার্যক্রম সারা বিশ্বে আজ প্রশংসিত। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আজ বিস্ময়।

মঙ্গলবার কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের কক্সবাজার কেন্দ্রের কোর্স সমাপ্তকারীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়।

জাতীয় মহিলা সংস্থার কক্সবাজার জেলা চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন, কক্সবাজার সদরের সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আনোয়ারা বেগম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুন্নাহার বেগম হেনা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ১১, ২০১৭)