রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেনসহ (৫৫) ৬ নেতাকে গোপন বৈঠক থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কেরোয়ার ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের সমশেদ উদ্দিন হাজী বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে সরকার বিরুধী লিফলেট ও বেশ কিছু জিহাদী বই ও ৬টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটককৃত অন্যরা হলো- কেরোয়া ইউনিয়নর জামায়াতের কর্মী ও পৌর শহরের এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ (৩৫), একই ইউনিয়নের মৃত মনন্সুর আহম্মদের ছেলে ইব্রাহিম (৫৫), আজিজ উল্যার ছেলে সহিদ উল্যা (২৯), আব্দুল খালেকের ছেলে আলী আহম্মেদ (২৫), মৃত আব্দুল হাইয়ের ছেলে মফিজুল ইসলাম (৬০)। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েক করে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী ওই ঘরে গোপন বৈঠক করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫-২০ জন দৌঁড়ে পালিয়ে যায়। তবে এসময় উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন ও শিক্ষক হারুনুর রশিদসহ ৬জনকে আটক করা হয়। বুধবার দুপুরে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(এআরএস/এসপি/এপ্রিল ১২, ২০১৭)