গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্তব্যরত ডাক্তার রুহুল কুদ্দুস এর বিরুদ্ধে রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রাসেল মন্ডলের স্ত্রী কনা বেগমকে অসুস্থ্য জনিত কারণে গত ৪ এপিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কর্তব্যরত চিকিৎসক রুহুল কুদ্দুস পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই এবং কোনরুপ রোগ নির্নয় না করে একই সাথে ছয়টি ইনজেকশন পুশ করেন। একটু পর রোগী কনা বেগম আরও গুরুতর অসুস্থ্য হয়। এ বিষয়ে রোগীর স্বামী রাসেল মন্ডল জানতে চাইলে অবস্থানরত ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয় গণ তার সাথে অশোভনীয় আচারণ করেন।

রাসেল মন্ডল নিরুপায় হয়ে এমবিবিএস ডা. মাহাবুল আলমের স্বরাপন্ন হয়ে নতুন করে চিকিৎসা সেবা নেয় এবং কনা বেগম শারিরীক ভাবে সুস্থ হয়ে উঠেন। অভিযোগে আরও জানা যায়, সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীরা ভাল কোন চিকিৎসা সেবা পাননা। ডাক্তার ও নার্সদের অবহেলা ও অশোভনীয় আচরণে গরীব-অসহায় রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে বাড়ি ফিরে যাচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী রাসেল মন্ডল কর্তৃক গাইবান্ধা জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।


(এসআইআর/এসপি/এপ্রিল ১২, ২০১৭)