ডেস্ক রিপোর্ট : অামাদের মৌলিক চাহিদাসমূহের মধ্যে বস্ত্র বা কাপড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাপড় পরিধানে আমাদের সৌন্দর্য অনেকাংশে র্বদ্ধি পায়। কিন্তু সেই কাপড় যদি নিয়মানুযায়ী সংরক্ষণ করা না যায় , তাহলে সেটি দীর্ঘদিন পরিধানের অযোগ্য হয়ে যায়।আমরা নানা ধরনের কাপড় চোপড় ব্যবহার করি। এদের মধ্যে ঘরোয়া পোশাক, বাইরের পোশাক, উৎসব অনুষ্ঠানের পোশাক, মৌসুমি পোশাক ইত্যাদি। এছাড়াও সব বাড়িতে বিছানাপত্র এবং গৃহসজ্জার নানা টেবিল কলথ, কুশন কভার, ন্যাপকিন ইত্যাদি থাকে।এগুলোর উজ্জ্বলতা , সৌন্দর্য ও স্থায়িত্ব রক্ষার জন্য সঠিকভাবে যত্ন ও সংরক্ষণ করতে হয়। কাপড় সংরক্ষণে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হল :

১. দামি কাপড়, সাধারণ কাপড় ভাগ করে রাখলে সুবিধা হয়।

২. বড় কাপড়, ছোট ছোট কাপড় আলাদা আলাদা করে সংরক্ষণ করা হলে প্রয়োজনের সময় সহজে খুঁজে পাওয়া যায়।

৩. কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন দিতে হয়।

৪. লেপের কভার, বিছানার চাদর, কম্বল প্রভৃতির ভাঁজে ভাঁজে কালোজিরা, শুকনো চাপাতা, কাপড়ের পুটলিতে বেঁধে রেখে দেওয়া যায়। নিমপাতা রাখাও ভালো।

৫. মাঝে মাঝে রোদে দিয়ে শুকিয়ে নিলে কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাব দূর হয়।

তবে সংরক্ষণ করার আগেই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন:

১. সংরক্ষণ করার আগে নিয়মানুযায়ী ধোয়া, শুকানো ও ইস্ত্রির কাজটি করে নিতে হবে।

২. সাধারণত রেশমি কাপড় একটু ভেজা অবস্থায় ইস্ত্রি করা হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কাপড়ের আদ্রতা ভাব চলে যায়, তা না হলে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে।

৩. যেই স্থানে কাপড় সংরক্ষণ করা হবে যেমন আলমারি, বড় স্টীলের বক্স, স্যুটকেস এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

(জেএ/জেএ/জুন ২০, ২০১৪)