চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩ কেজি ২০০ গ্রাম স্বর্ণ ও মোটরসাইকেলসহ চোরাকারবারি বাবুকে (৩২) আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

শুক্রবার সাড়ে সকাল ৮টায় উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক বাবু উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং চিহ্নিত সোনাকারবারি।

বিজিবি জানায়, সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমির মজিদের নেতৃত্বে মদনা-পারকৃষ্ণপুর সড়কের পাশের ঝোপে ওঁৎ পেতে ছিল টহল দল। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি মোটরসাইকেলকে গতিরোধ করে বাবুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৭)