স্টাফ রিপোর্টার : সাংগঠনিক সফরের ধারাবাহিকতায় আগামী ২২ জুন দুই দিনে জন্য উত্তরাঞ্চল যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জানা যায়, ২১ জুন বিকাল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। গুলশান, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বঙ্গবন্ধু সেতু হয়ে রাত ৮টায় বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি। বিএনপি’রকেন্দ্রীয় দফতর থেকে এ তথ্য পাওয়া গেছে।

পর দিন ২২ জুন বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে বগুড়া মহাস্থান, মোকামতলা, কালাইবাজার হয়ে দুপুর ১টায় জয়পুরহাট সার্কিট হাউজে বিশ্রাম নিবেন। আর বিকাল ৩টায় জয়পুরহাট সরকারি আরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন।

পরে সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম খালেদা জিয়া।
এদিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে আবহাওয়া জনিত কারণে সময় সূচিতে আংশিক পরিবর্তন আসতে পারে।

(ওএস/জেএ/জুন ২০, ২০১৪)