মেহেরপুর প্রতিনিধি : দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে ১৪২৪ বাংলা নববর্ষ কে বরণ করা হচ্ছে। এ উপলক্ষে মেহেরপুরে মঙ্গল শোভযাত্রা করেছে জেলা প্রশাসন।

আজ শুক্রবার সকাল ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড.শহীদ শামসুজ্জোহা উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, স্থানীয় সরকার প্রশাসক খায়রুল হাসান, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবলু বিশ্বাস,জেলা মৎস কর্মকর্তা মেজবাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মান্নাফ কবীর, সরকারী দপ্তরের প্রধানগণসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী প্রতিষ্ঠান, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেয়।

এছাড়াও সেখানে শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও পুরুস্কার বিতরনী করা হয়।

(এমআইএম/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)