স্টাফ রিপোর্টার : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার উপস্থিতেই সংগঠনের মালিকানা নিয়ে ধস্তাধস্তি করলেন বাংলাদেশ দেশরত্ন পরিষদের দু’গ্রুপের কর্মীরা।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভার শুরুতে এ ঘটনা ঘটে।

এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহন চৌধুরীও উপস্থিত ছিলেন।

‘বিএনপি-জামায়াত কূটনৈতিক অপতৎপরতা : বাংলাদেশের উন্নয়নে অন্তরায়’ শীর্ষক আলোচনা সভার শুরুতে চিত্তরঞ্জন দাস নিজেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করলে এ ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই সংগঠনের সদস্য এবং ধানমণ্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা রাজিয়া চিত্তরঞ্জনের কাছে থেকে মাইক কেড়ে নিয়ে বলতে শুরু করেন-‘এই সংগঠন আমার। আমিই এর প্রতিষ্ঠাতা সভাপতি।’
এসময় অপর পক্ষের নারী কর্মীরা তার কাছ থেকে মাইক কেড়ে নিতে চাইলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে উপস্থিত অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

(ওএস/এইচআর/জুন ২০, ২০১৪)