মাগুরা প্রতিনিধি : মাগুরায় মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুক্রবার পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসাক মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। সেখানে মুড়ি, খই, সাস ও বাতাশা দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারিদের আপ্যায়ন করা হয়। এ ছাড়া জেলা জজসীপ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা আর্দশ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মঙ্গল শোভাযাত্রা বের করে।

তাছাড়া জেলা প্রশাসন, জেলা উদীচী শিল্প গোষ্ঠি, সারেগামা সংগীত নিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে।

(ডিসি/এএস/এপ্রিল ১৪, ২০১৭)