চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ‘এফভি সি পাওয়ার ৪’ নামে একটি ফিশিং ট্রলার থেকে ৭ টন জাটকা আটক করেছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিপুল পরিমাণ জাটকা আটকের বিষয়টি নিশ্চিত করেন সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক এম আই গোলজার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে তথ্য পেয়ে শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বহির্নোঙরে মাছ ধরে তীরে ফিরে আসার পথে এফভি সি পাওয়ার নামে ট্রলারে অভিযান চালানো হয়। জাহাজের ভেতর থেকে প্রায় ৭ টন জাটকা আটক করা হয়। আটককৃত এসব জাটকা শনিবার দুপুরে ম্যাজিট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে বলে মৎস্য দপ্তরের কর্মকর্তা এম আই গোলজার জানান।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৭)