বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চলচ্চিত্র পরিচালক শাকিল নুরানির মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

নুরানির আইনজীবী নীরাজ গুপ্ত বলেন, আদালতে হাজির না হওয়ায় সঞ্জয় দত্তের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি এবং আদালত তা গ্রহণ করেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৯ আগস্ট।

নুরানি পরিচালিত ‘জান কি বাজি’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সঞ্জয় দত্ত। ২০০২ সালে ওই সিনেমাটির শুটিং চলার মাঝ পথে তিনি তা ছেড়ে দেন। ফলে চরম ক্ষতির মুখে পড়েন পরিচালক। তা ছাড়া সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যে অর্থ নিয়েছিলেন সঞ্জয়, তাও ফেরত দেননি তিনি।

১৯৯৩ সালে মুম্বাই সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় দত্ত সাজা খাটা শেষে ২০১৫ সালে জেল থেকে মুক্ত হন।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৭)