নিউজ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বড় টেলিভিশন তৈরি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান টাইটেন। টেলিভিশনটির নাম দেওয়া হয়েছে জিউস। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে এতবড় টেলিভিশন তৈর করেছে প্রতিষ্ঠানটি।

জিউসের আকার ২৬ ফুট বাই ১৬ ফুট (৩৭০ ইঞ্চি)। অর্থাৎ ফুটবলের আস্ত গোলপোস্টের সমান। এই পর্যন্ত মোট ৪টি জিউস টিভি টাইটেন তৈরি করেছে যার মধ্যে ২টি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

উল্লেখ্য যে, টাইটানের তৈরি জিউস টিভি শরীরের ইশারায় চলবে। চোখের ইশারায় পরিবর্তন করা যাবে চ্যানেল। টিভিটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। টাইটানের এই টিভির রেজ্যুলেশন প্রাণবন্ত ও উন্নতমানের হাই ডেফিনেশন বা এইচডি থেকেও চারগুন বেশি বেশি। রুমের আলোর সাথে সংগতি রেখে পরিবর্তন হবে টিভির উজ্জ্বলতা। একসাথে ২০টি চ্যানেল দেখা যাবে এই টিভির স্ক্রিণে।

আগে বৃহত্তম টিভি তৈরির রেকর্ড ছিল প্যানাসনিকের দখলে।

(ওএস/এটিআর/জুন ২০, ২০১৪)