মেহেরপুর প্রতিনিধি : আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমহল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রশাসক খায়রুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এদিকে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় প্রধান অতিথির স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল সাড়ে ১০ টায় শেখ হাসিনা মঞ্চে শুরু হবে আলোচনা সভা। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিম। বিকেল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পিবৃন্দ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

(এমআইএম/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)