কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের ৩ নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিবির টেকনাফের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

বিজিবি কর্মকর্তা জানান, এ ঘটনায় মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে আরেকটি অভিযানে বিজিবি আরো সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)