স্টাফ রিপোর্টার, মেহেরপুর : মুজিবনগর আম্রকাননে জনসভা শুরু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ঐতিহাসিক শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা শুরু হয়।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন-যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী আকম মোজাম্মেল হক, কামারুজ্জামানের মেয়ে পারভীনা জামান কল্পনা, মোদাচ্ছের আলী, এইচএম কামাল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেক, বিভিন্ন এলাকার প্রতিমন্ত্রী, এমপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন জনসভার প্রধান অতিথি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতি স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। পরে দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এসময় জাতীয় নেতাদের গার্ড অব অনার দেওয়া হয়। পরে পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে ৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী জীবিত চার আনসার সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ওবায়দুল কাদের ও মো. নাসিম।

পরে শেখ হাসিনা মঞ্চে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের সভাপতিত্বে ঐতিহাসিক জনসভা শুরু হয়। জনসভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।

(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)