সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ হারুন মিয়া (২৮) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৯টার দিকে চারাগাঁও সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৫ এর ৪শ গজ দেশের অভ্যন্তরে কলাগাঁও মাদরাসা মাঠের সামনে থেকে তাকে আটক করা হয়।

হারুন মিয়া জেলার ধর্মপাশা উপজেলার সীমান্ত সংলগ্ন মহিশখোলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি নিজেকে আলোকিত সকাল টোয়েন্টিফোর ডটকমের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে দাবি করেন বলে বিজিবি জানিয়েছে।

এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ অধীনস্থ চারাগাঁও বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) হাবিলদার মো.আফসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, হারুন মিয়া নিজেকে আলোকিত সকাল টোয়েন্টিফোর ডটকমের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে দাবি করে এলাকার মানুষকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। খবর পেয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া একটি ভিডিও রেকর্ডকারী কলম, একটি মুঠোফোন ও টাকাবিহীন একটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)