স্টাফ রিপোর্টার : পানিতে তলিয়ে যাওয়া হাওর অঞ্চলগুলোতে সরকারের ত্রাণ তৎপরতা অপ্রতুল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হাওর অঞ্চলগুলোতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। সরকার জনগণের প্রতিনিধিত্ব না করার কারণে দুর্গত এলাকাগুলোতে সরকারের কোনো মন্ত্রী বা এমপি এখনো পরিদর্শনে যাননি।

বিএনপি মহাসচিব বলেন, উজান থেকে নেমে আসা পানি ও প্রচুর বৃষ্টিপাতের কারণে ৩ লাখ একর জমি ও ১০ লাখ টন ফসল উৎপাদন বিনষ্ট হয়ে গেছে। এতে লাখ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম বিপাকে পড়েছেন।

এমন দুর্ভোগে দুশ্চিন্তায় নেত্রকোনায় ১ জনের আত্মহত্যা ও আরেকজন হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলেও অভিযোগ করেন তিনি।

ত্রাণ তৎপরতা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকার নির্বিকার। আবারো এসব অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানাচ্ছি।

পাশাপাশি পরবর্তী ফসল ঘরে তোলার আগ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখতে হবে, যেসব শ্রমিক ঋণ নিয়ে ফসল আবাদ করেছেন তাদের ঋণ মওকুফ করে নতুন ঋণ দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, ডা. শাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স ও বিলকিছ জাহান শিরিন প্রমুখ।


(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)