রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে তথ্য শুমারী গনণাকারীকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৭এপ্রিল সোমবার রাতে ভ্রাম্যমান আদালত এক ফেয়ারপ্রাইজ ডিলারের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পুলিশ ওএলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের মৃত আফছার আলীর পুত্র ও বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকায় ফেয়ার প্রাইজের ডিলার এমদাদুল হক (৩৫) ওই এলাকার হিন্দু পরিবারের জনৈক ব্যক্তির কন্যা ও উপজেলা পরিসংখ্যাণ অফিসের তথ্য শুমারী গনণাকারীকে তথ্য সংগ্রহের সময় নানাভাবে উত্ত্যক্ত করে। বিষয়টি কৌশলে সে তার পরিবারকে জানায়।

ঘটনার দিন গত ১৭এপ্রিল সোমবার বিকালে সে তথ্য সংগ্রহ করে বাড়ীতে ফেরার পথিমধ্যে লম্পট এমদাদুল আবারো তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে লম্পট এমদাদদুল হককে হাতে-নাতে আটক করে রাজারহাট থানায় খবর দেয়। পরে রাতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ইফটিজার এমদাদুল হককে থানায় নিয়ে আসে।

পরে রাতেই রাজারহাট থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম ইফটিজার এমদাদুল হকের ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। অনাদায়ে ২০হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাসহ মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন।

(পিএমএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)